‘সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৯, ০৮:৪৫ পিএম
‘সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া’

ঢাকা: খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ। জেলখানায় আটকিয়ে রেখে তার অসুস্থতা আরও বাড়িয়ে দেয়া হচ্ছে। যা তার আরও ক্ষতির কারণ হতে পারে। সেজন্য আমরা তার মুক্তি চাই, তার সুচিকিৎসার ব্যবস্থা চাই।

তিনি বলেন, আজকে যখন গণতন্ত্র অবরুদ্ধ তখন মুক্তির জন্য বিএনপির নেতৃত্বে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন। জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুঁড়িয়ে হত্যার প্রতিবাদে এই মানববন্ধন হয়।

এ সময় মন্দ লোকের থাবা থেকে কেউ নিরাপদ নয় অভিযোগ করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, সমাজের কোন মানুষটা আজকে এই সরকার কিংবা প্রশাসনের সাথে যুক্ত? কিছু মন্দ মানুষ তাদের থাবা থেকে মুক্ত? কেউ না। কেন না? কারণ জনগনের কাছে দায়বদ্ধ, জনগণের নির্বাচিত কোনো সরকার আজ দেশে নাই। এই অবস্থা চলতে দেয়া যায় না। এই একদিনের মানববন্ধনে এদেশকে বিচারহীনতা ও অপমৃত্যুর হাত থেকে রক্ষা করা যাবে না।’

তিনি বলেন, ‘আমাদের সারা দেশে সকল ক্ষেত্রে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে আমাদের মা-বোনরা নিশ্চিন্তে পথ চলতে পারে, নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে।’

মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বর্তমান অবৈধ সরকার গোটা দেশকে একটা নরকে পরিণত করে ফেলেছে। কিছুদিন আগে আমরা বিএনপির নেতৃবৃন্দ নুসরাতের বাড়িতে গিয়েছিলাম, পরিবারের সাথে কথা বলেছি। সোনাগাজীতে কারা এই কাজটি করেছে সেটা ইতিমধ্যে আপনারা বিভিন্ন খবরের কাগজে পড়েছেন। তারা কোনো না কোনোভাবে শাসকদলের সঙ্গে যুক্ত।’

তিনি আরো বলেন, ‘যতদিন এই সরকারকে আমরা বিদায় করতে না পারব, এরা শুধু ফেনী নয়, মানুষের দুঃখ-দুদর্শা, ধর্ষন-নির্যাতন-অত্যাচার এটা প্রতিটি অঞ্চলে দিন দিন বাড়বে। অতত্রব আমি দেশবাসীর কাছে আবেদন করতে চাই, এদেশকে মুক্ত করার জন্য উনারা যেন প্রতিবাদ করতে রাস্তায় নেমেন আসেন এবং দেশকে এই অবৈধ সরকারের হাত থেকে মুক্ত করেন।’

সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হকের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, উলামা দলের সদস্য সচিব মাওলানা নুরুল ইসলাম তালুকদার প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!