ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসারকে বহিষ্কার 

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০২৪, ১১:২৩ এএম
ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসারকে বহিষ্কার 

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রের বাইরে থাকায় এক প্রিজাইডিং অফিসারকে বহিস্কার করেছে রির্টানিং কর্মকর্তা।

সোমবার (২০ মে) সন্ধ্যায় নিদিষ্ট সময়ের মধ্যে উপস্থিত না থেকে বাইরে থাকায় মাজাহার ইবনে মোবারক নামে এক প্রিজাইডিং অফিসারকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। 

প্রিজাইডিং অফিসারকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রির্টানিং কর্মকর্তা সোলেইমান আলী।

বহিষ্কৃত প্রিজাইডিং অফিসার মাজাহার ইবনে মোবারক তিনি সহকারী প্রকৌশলী হিসেবে ঠাকুরগাঁও এলজিইডিতে কর্মরত আছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও রির্টানিং কর্মকর্তা সোলেইমান আলী জানান, নিয়ম অনুযায়ী নিদিষ্ট সময়ে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে উপস্থিত থাকতে হবে।

কিন্ত তিনি উপস্থিত না থেকে বাইরে থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। 

এ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন সাবেক ছাত্র নেতা কামরুল হাসান খোকন (কাপ-পিরিচ) সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো (আনারস), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), রওশনুল হক তুষার (ঘোড়া)।

একটি পৌরসভা ও ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলার মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯০৩, নারী ২ লাখ ৪২ হাজার ২৬৮ ও তৃতীয় লিঙ্গের ৪ জন। ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের নির্বাচন মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত হবে। 

এসআই

Link copied!