যুক্তরাষ্ট্র যেতে শিক্ষার্থীদের ভিসা আবেদন শুরু আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০, ১১:৫০ এএম
যুক্তরাষ্ট্র যেতে শিক্ষার্থীদের ভিসা আবেদন শুরু আজ

ঢাকা: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সীমিত আকারে শিক্ষার্থীদের কাজ থেকে শিক্ষা ভিসার আবেদন গ্রহণ আজ রোববার থেকে শুরু করছে। 

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, রোববার থেকে এফ (শিক্ষা ও ভাষা সংক্রান্ত), এম (বৃত্তিমূলক) ও জে (দর্শনার্থী বিনিময়) ক্যাটাগরিতে ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে দূতাবাস।

আবেদনকারীদের http://ow.ly/lq4 V50CjmPS, ওয়েসাইটে লগইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল আপডেট/হালনাগাদ করতে হবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট ভিসা ফি প্রদানের পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

দূতাবাস জানায়, করোনাভাইরাসের কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে। তাই ভিসা প্রসেস করার সময় ৬ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। 

আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে। ভিসার বিস্তারিত http://ow.ly/9fhO50CjmPR এ জানা যাবে।

সোনালীনিউজ/এমএইচ


 

Link copied!