ভারতে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০১৬, ০৫:১৪ পিএম
ভারতে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত গ্র্যান্ড প্যারেডে অংশ নিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণ করেন।

রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং বিরোধীদলীয় নেত্রী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীও উপস্থিত ছিলেন গ্র্যান্ড প্যারেডে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাঁদ। রোববার তিনদিনের এক রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন তিনি।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো দিল্লিকে। রাজধানীতে নামানো হয় ২৫ হাজার পুলিশ সদস্য। দেশজুড়ে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় সন্দেহভাজন ২০ আইএস জঙ্গিকে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!