কুয়েতে বাংলাদেশি দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

  • প্রবাস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২, ২০১৭, ১২:০৬ পিএম
কুয়েতে বাংলাদেশি দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিহত আব্দুর রউফের ফাইল ছবি

ঢাকা: কুয়েত প্রবাসী বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আবদুর রউফ, তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ যশপুর সাপরাশি পাড়ায়।

মঙ্গলবার (১ অগাস্ট) দিনগত রাতে হাসাবিয়া শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আবদুর রউফের চার বছর বয়সী এক সন্তান রয়েছে। তার মরদেহ স্থানীয় সোভা হাসপাতালে রাখা হয়েছে।

প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা গেছে, আবদুর রউফের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি বাসা থেকে বের হতেন না। মঙ্গলবার রাতে ৮/১০ জন প্রবাসী বাংলাদেশি তাকে ডেকে হাসাবিয়া শহরের চার সড়কের একটি বাসায় নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লোহার রড দিয়ে তাকে আঘাত করেন। এতে রউফ নিহত হন। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!