কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

  • প্রবাস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩, ২০১৮, ১০:২৬ পিএম
কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকা: কাতারে সড়ক দুর্ঘটনায় আহত বেলায়েত হোসেন মিলন মুন্সি (৩৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে স্থানীয় দোহা হামাদ হাসপাতালে তার মৃত্যু হয়।

বেলায়েত হোসেন মিলন ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রামের জাহাঙ্গীর মুন্সীর ছেলে। ওই প্রবাসী বাংলাদেশি লাশ কাতারের দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মিলন কাতারে একটি লিমুজিন ট্যাক্সি কোম্পানিতে ৪ বছর কর্মরত ছিলেন।

কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান, মিলনের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানো হবে। এছাড়া ধাক্কা দেয়া প্রাইভেটকারের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, রোববার (৩১ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহা কাতারা সিটিতে পেছন থেকে একটি প্রাইভেটকার বেলায়েতের ট্যাক্সিকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!