ধোলাইখালের আগুন নিয়ন্ত্রণে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০২:০৩ পিএম
ধোলাইখালের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা : রাজধানীর ধোলাইখালে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, তাদের ৫টি ইউনিট সকাল ১১টা ৫৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে শনিবার (১৮ মে) সকাল পৌনে ১১টার দিকে ধোলাইখালের টিপু সুলতান রোডের ওই ভবনে আগুন লাগে।

ভবনটির দ্বিতীয় তলায় বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখা রয়েছে।

সূত্রাপুর ফায়ার স্টেশন অফিসার হাসান আলী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর তাদের কাছে নেই।

আগুন খুব একটা দেখা না গেলেও ধোঁয়ায় ওই এলাকা আচ্ছন্ন হয়ে ছিল বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এমটিআই

Link copied!