ঢাকা সিটিতে করোনা আক্রান্ত ৫১৮ জন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২০, ১০:৩৫ পিএম
ঢাকা সিটিতে করোনা আক্রান্ত ৫১৮ জন

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশব্যাপী এখন পর্যন্ত (১৫ এপ্রিল) ১,২৩১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫০ জন। দেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা মহানগর।

ঢাকা সিটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৮ জন। ঢাকার পর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। এ জেলায় আক্রান্তের সংখ্যা ২১৪।

ঢাকা মহানগরীতে আক্রান্তের হিসাব (১৫ এপ্রিল পর্যন্ত)

আদাবর ৫, আগারগাঁও ২, আরমানিটোলা ১, আশকোনা ১, আজিমপুর ৬,বাবু বাজার ১১, বাড্ডা ৬, বেইলি রোড ৩, বনানী ৮, বংশাল ৭, বানিয়ানগর ১, বাসাবো ১৪, বসুন্ধরা ৪, বেগুণবাড়ি ১, বেগম বাজার ১, বেড়িবাঁধ ১, বকশিবাজার ১, বসিলা ১, বুয়েট এলাকা ১, সেন্ট্রাল রোড ১‌, চানখারপুল ৫, চক বাজার ৬, ঢাকেশ্বরী ১, ধানমণ্ডি ১৮, ধোলায়খাল ১, দয়াগঞ্জ ১, ইস্কাটন ১, ফার্মগেট ১, গেণ্ডারিয়া ১৩, গোপীবাগ ১,  গ্রিন রোড ১০, গুলিস্তান ২, গুলশান ৮, হাতিরঝিল ১, হাতিরপুল ৩, হাজারীবাগ ৯, ইসলামপুর ২, জেলগেট ২, যাত্রাবাড়ী ১৯, জিগাতলা ৫, জুরাইন ১, কল্যাণপুর ১, কামরাঙ্গীর চর ৩, কাজীপাড়া ১,  খিলাগাঁও ১, কদমতলী ১, কোতোয়ালি ৩, কুড়িল ১, লালবাগ ১৮, লক্ষীবাজার ২, মালিবাগ ৪, মানিকদি ১,  মাতুয়াইল ১, মীরহাজারিবাগ ২, মিরপুর১-৬, মিরপুর৬-২, মিরপুর১০-৬,  মিরপুর১১- ১১

মিরপুর১২-১০, মিরপুর১৩-২, মিরপুর১৪- ৫, মিটফোর্ড ১, মগবাজার ১০, মহাখালী ১০, মোহাম্মদপুর ২০,  মতিঝিল ১, মুগদা ২, নবাবপুর ১, নারিন্দা ২, নাখালপাড়া ৫, নিকুঞ্জ ১, পীরেরবাগ ২, পুরানো পল্টন ২, রাজারবাগ ৬, রামপুরা ৩, রমনা ১,  রায়েরবাগ ১, রায়েরবাজার ১, সবুজবাগ ২, সায়েদাবাদ ১, শাহ আলী বাগ ২, শাহবাগ ৪, শাখারিবাজার ০, শান্তিবাগ ১, শ্যামপুর ১, শান্তিনগর ৬, শ্যামলী ১,  সোয়ারিঘাট ৩, সিদ্ধেশ্বরী ৩, শনির আখড়া ১, সূত্রাপুর ৭, তেজগাঁও ১৬, তেজতুড়ি বাজার ১, টোলারবাগ ১৯,  উর্দু রোড ১, উত্তরা ১৭, ভাটারা ১, ওয়ারি ২৬, সূত্র : আইইডিসিআর

১৫ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২১৯ জন।

ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩১ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও চারজন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৫০। এছাড়া আরও সাতজন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

বুলেটিনে বলা হয়, নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে ৩৫-৪০ বছর বয়সী দুজন ও সত্তরোর্ধ্ব দুজন ছিলেন। দুজনের মধ্যে একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন ও অপরজন ক্যান্সারে আক্রান্ত রোগী ছিলেন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে করোনাভাইরাস। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে সোয়া লাখ। তবে চার লাখ ৮৫ হাজারের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ২৩১। মারা গেছেন ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি নানা সরকার পদক্ষেপ নিয়েছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

সোনালীনিউজ/এইচএন

Link copied!