রিকশাচালকের ছুরিকাঘাতে অপর চালকের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০২০, ০১:১৪ পিএম
রিকশাচালকের ছুরিকাঘাতে অপর চালকের মৃত্যু

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় রিকশাচালকের ছুরিকাঘাতে হাসান (২৩) নামের অপর রিকশাচালক নিহত হয়েছে। যাত্রাবাড়ি থানার (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রোববার (১৭ মে) সন্ধ্যার দিকে শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা সাড়ে ৭ টার দিকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুই রিকশা চালকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল নামের এক রিকশাচালক হাসানকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক রিকশা চালক উজ্জলকে আটক করা হয়েছে।

সোনালীনিউজ/এএস

Link copied!