বুড়িগঙ্গায় লঞ্চডুবি, একে একে ২২ জনের মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৯, ২০২০, ১২:১০ পিএম
বুড়িগঙ্গায় লঞ্চডুবি, একে একে ২২ জনের মরদেহ উদ্ধার

ঢাকা : বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের ফরাশগঞ্জ ঘাটে যাত্রীবাহী লঞ্চ ডুবে নারী ও শিশুসহ ২২ লাশ উদ্ধার পাওয়ার খবর পাওয়া গেছে। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে। 

সোমবার (২৯ জুন) ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার করা লাশগুলোর মধ্যে ১১ জন পুরুষ ৯ জন নারী ও দুটি শিশু রয়েছে। 

স্থানীয়রা জানান, সাড়ে নয়টার দিকে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-চাঁদপুর রুটের মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়। লঞ্চটির কয়েকজন যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠলেও এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। এদিকে উদ্ধার কাজে অংশ নিয়েছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ।

সোনালীনিউজ/এএস

Link copied!