আত্মহত্যার মাধ্যমে লজ্জার অবসান ঘটানোর ঘোষণা মুক্তিযোদ্ধার

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০, ০৮:৫৪ পিএম
আত্মহত্যার মাধ্যমে লজ্জার অবসান ঘটানোর ঘোষণা মুক্তিযোদ্ধার

ছবি: প্রতিনিধি

ঢাকা : খিলক্ষেত থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও কুর্মিটোলা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাতব্বরকে মারধোরের ঘটনায় নিকুঞ্জ ও টানপাড়া এলাকায় প্রতিবাদ বিক্ষোভে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

গতকালও দিনভর ওই এলাকার সাধারণ মানুষজন খন্ড খন্ড মিছিল নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়ে। তারা অবিলম্বে হামলাকারী শাহিনুল ইসলাম শাহীন ও তার সহযোগিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যথায় বিমানবন্দর সড়ক অচল করারও হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্রগুলো জানায়, গত বুধবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাতব্বর ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী হাবিব হাসানের পক্ষে খিলক্ষেত টানপাড়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেখানে থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন হাজির হয়ে আবুল হোসেন মাতব্বরের উপর চড়াও হন। উপস্থিত শত শত লোকের সামনে শাহীন ও তার সহযোগিরা মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে বেধড়ক মারধোর করেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে এরইমধ্যে খিলক্ষেত থানায় অভিযোগ করা হলে পুলিশ তা সাধারণ ডাইরি হিসেবে লিপিবদ্ধ করেছে।

এদিকে মারধোরের ঘটনায় লজ্জায় অপমানে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাতব্বর ২৪ ঘন্টার মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় আত্মহত্যার মাধ্যমে তিনি লজ্জার অবসান ঘটাবেন বলেও ঘোষণা দিয়েছেন।

সোনালীনিউজ/এএস/এমএএইচ

Link copied!