বেনাপোল এক্সপ্রেসে আগুন

‘ট্রেনের ভেতর থেকে ৭ জনকে নামিয়ে এনেছি’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪, ১১:৪৪ পিএম
‘ট্রেনের ভেতর থেকে ৭ জনকে নামিয়ে এনেছি’

ঢাকা : রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫-৭ জনকে নামিয়ে এনেছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকারী রাসেল।

তিনি বলেন, আগুন লাগা অবস্থায় ট্রেনটি থামলে ভেতরে গিয়ে ৫-৭ জনকে নামিয়ে আনি। ভেতরে দেখেছি অনেক স্যান্ডেল আর ব্যাগ পড়ে আছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

জানতে চাইলে রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে।

এমটিআই

Link copied!