১০তলা থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু, আইসিইউতে ১

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০২৪, ০২:১৪ পিএম
১০তলা থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু, আইসিইউতে ১

ঢাকা: রাজধানীর বাসাবো এলাকায় নির্মাণাধীন ১০তলা একটি ভবনে থেকে নিচে পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজন শ্রমিক আইসিউউতে রয়েছেন।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টা দিকে বাসাবোর ৭ নম্বর মায়াকানন মসজিদের পেছনে ১০তলা ভবনের উপর থেকে পড়ে তারা আহত হন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাজ করার সময় ১০তলা ভবন থেকে নিচে পড়ে ৩ জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একজন আইসিইউতে রয়েছেন।’

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

এমএস

Link copied!