রাজধানীতে ট্রেনের ধাক্কায় শ্রমিকসহ নিহত ৩

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৯:৩৩ পিএম
রাজধানীতে ট্রেনের ধাক্কায় শ্রমিকসহ নিহত ৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে পৃথক পৃথক এলাকায় ট্রেনের ধাক্কায় এক নির্মাণ শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৯ মে) খিলক্ষেত, মগবাজার ও গেন্ডারিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- জামাল হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক, অজ্ঞাতনামা (৩০) এক যুবক এবং সমেদ আলী (৫০) নামে এক মুরগি ব্যবসায়ী।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রপাপ্ত কর্মকর্ত (ওসি) মো. ইয়াছিন ফারুক জানান, সোমবার সকালে খিলক্ষেতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান জাসাল হোসেন। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। তিনি পরিবার নিয়ে খিলক্ষেত এলাকায় থাকতেন।

তিনি আরো জানান, ওই যুবক সোমাবর দুপুরে মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মারা যায়। তবে তার পরিচয় জানা যায়নি।

এছাড়া রোববার গভীর রাতে গেন্ডারিয়ায় ট্রেনের ধাক্কায় সমেদ আলী মারা যায়। তিনি গেন্ডারিয়ায় মুরগির ব্যবসা করতেন। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!