রোহিঙ্গাদের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ফান্ড গঠন

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৫:২৯ পিএম
রোহিঙ্গাদের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ফান্ড গঠন

ঢাকা: মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে সাধারণ সভা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। 

সভায় মায়ানমারের গণহত্যা বন্ধে কার্যকর প্রদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানানো হয়। নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্য দিতে পনের লাখ টাকার ফান্ড গঠন করে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনটি। আগামী ৫ দিনের মধ্যে আইনজীবীদের একটি টিম যাবে কক্সবাজার। অনুষ্ঠানে বারের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/জেএ

Link copied!