চলে গেলেন ডিএনসিসি প্যানেল মেয়র ওসমান গনি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৮, ১০:২৮ এএম
চলে গেলেন ডিএনসিসি প্যানেল মেয়র ওসমান গনি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এ এস এম মানুন।

তিনি ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মেয়র আনিসুল হক অসুস্থ হওয়ার পর মো. ওসমান গনিকে প্রধান করে তিন সদস্যের প্যানেল মেয়র মনোনয়ন দেয় সরকার।

ওসমান গনি ছাড়াও প্যানেল মেয়র হিসেবে মনোনীত অন্য দুজন হলেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং সংরক্ষিত নারী আসনের (৩১, ৩২ ও ৩৪ ওয়ার্ডের) কাউন্সিলর বেগম আলেয়া সরোয়ার ডেইজী।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!