প্রচারণায় ব্যস্ত রাজধানীর ২৬টি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০১৯, ০১:১৩ পিএম
প্রচারণায় ব্যস্ত রাজধানীর ২৬টি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা

ঢাকা: সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া রাজধানীর দুই অংশের ৩৬টি ওয়ার্ডে প্রথমবারের কাউন্সিলর নির্বাচন হতে যাচ্ছে আগামি ২৮ ফেব্রুয়ারি। এই নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

রাজধানীর ডেমরা থানার অন্তর্গত আমুলিয়া এলাকা। বিস্তীর্ন খোলা মাঠে এখনো খানিকটা সবুজ ফসলের সমারোহ চোখে পড়ে। তবে এরই মাঝে রয়েছে ভবন গড়ার প্রতিযোগিতা। সিটি কর্পোরেশনের বাইরে থাকা ডেমরা থানার এই এলাকাসহ রাজধানীর আশপাশের অন্যান্য থানার মোট ৩৬টি ওয়ার্ড গেলো বছর ঢাকা সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয়ে এর পরিধি বাড়িয়েছে।

তবে, রাজধানীর অন্যান্য অংশের তুলনায় ডেমরার এই অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান অনেকটাই পিছিয়ে। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শহুরে জীবনের অন্যান্য সুবিধাও এখানে অনুপস্থিত।

সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হওয়ার পর প্রথম কাউন্সিলর নির্বাচন নিয়ে রাজধানীর পিছিয়ে পড়া এসব মানুষ অঙ্ক কষতে শুরু করেছেন। তাদের চাওয়া, শহুরে জীবনের সব সুবিধা যিনি নিশ্চিত করবেন, তাকেই ভোট দেবেন তারা।

এসব এলাকায় প্রার্থীদের ব্যাপক প্রচারণা চোখে না পড়লেও অনেক প্রার্থী এরই মধ্যে গণসংযোগে নেমেছেন। ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্র“তিও দিচ্ছেন।

৩৬টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণে ১৮টি করে ওয়ার্ড রয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!