ইউএস বাংলার বিমানের টয়লেটে ১৪ কেজি স্বর্ণ!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৯, ০৮:২৩ পিএম
ইউএস বাংলার বিমানের টয়লেটে ১৪ কেজি স্বর্ণ!

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

শনিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার বিএস-২১৪ বিমানটির মাধ্যমে স্বর্ণ চোরচালান হবে। এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা দল ওই বিমানের দিকে নজর রাখে। বিমান ল্যান্ড করার পরপরই তল্লাশি চালিয়ে টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ১০ তোলা ওজনের বারগুলোর মোট ওজন ১৪ কেজি। এর আনুমানিক মূল্য ৭ কোটি টাকা ।

তিনি আরো বলেন, আটক করা স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!