কুতুববাগ দরবারের ওরছ ও বিশ্বজাকের ইজতেমা শুরু, শুক

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০১৬, ০৯:৪৪ পিএম
কুতুববাগ দরবারের ওরছ ও বিশ্বজাকের ইজতেমা শুরু, শুক

সোনালীনিউজ ডেস্ক
কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র ওরছ ও বিশ্বজাকের ইজতেমা আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেইট আনোয়ারা উদ্যানে শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার বাদজুমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ওরছ শরীফ।

জুমার জামাতে খুত্বা-বয়ান ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় আখেরী মোনাজাত করবেন শাহসূফী আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী কেবলাজান। সূফীবাদই শান্তির পথ’ এই আহ্বানে সাড়া দিয়ে অগুনিত ভক্ত-আশেকান-জাকেরান এই ওরছে যোগদান করেছেন।

দুদিনের এ ধর্মীয় অনুষ্ঠানের প্রথম দিন কোরান-হাদিস, ইজমা-কিয়াসের আলোকে শরিয়ত, তরিকত, হাকিকত ও মারেফত বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!