ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৬, ১২:৩০ পিএম
ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু

বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আজ শুক্রবার (৭ অক্টোবর) সারাদেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

শুক্রবার সকালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় করতে থাকেন ভক্তরা। বাহারি পোশাক আর অঙ্গসজ্জায় নিজেকে সাজিয়ে উৎসব আনন্দে মেতে উঠেন পূজায় আগত সবাই। কাল শনিবার হবে সপ্তমী পূজা।

মঙ্গলবার দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিন ব্যাপী এ উৎসব। এবার ঢাকায় ২২৭ টিসহ সারা দেশে ২৯ হাজার ৩৯৫ মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে।

দেশব্যাপী এ উৎসবকে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে উৎযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!