পৃথিবীর বাইরেও আরো তিনটি ‘পৃথিবী’র সন্ধান পেলেন বিজ্ঞানীরা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০১৬, ০৫:১০ পিএম
পৃথিবীর বাইরেও আরো তিনটি ‘পৃথিবী’র সন্ধান পেলেন বিজ্ঞানীরা

বড়সড় সাফল্য পেলেন বিজ্ঞানীরা। দীর্ঘ বছর ধরে লাগাতার গবেষণা শেষে সাফল্যের হাসি বিজ্ঞানীদের মুখে। পৃথিবীর বাইরেও মানব বসবাসযোগ্য তিনটি গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। একটি নক্ষত্রকে ঘিরে ধরে ঘুরছে আবিস্কার হওয়া নতুন গ্রহগুলি। তাপমাত্রা ও আকৃতিতে গ্রহগুলি একেবারেই পৃথিবীর কাছাকাছি বলেও গবেষণায় তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। আকৃতি এবং তাপমাত্রায় গ্রহগুলি পৃথিবীর কাছাকাছি হলেও এগুলি অন্তত ৩৯ আলোকবর্ষ দূরে অবস্থিত। কিন্তু আবার অন্যদিক থেকে বিবেচনা করলে এখনও পর্যন্ত সৌরজগতের বাইরে এই গ্রহগুলিই সবদিক থেকে পৃথিবীর কাছাকাছি বলে জানানো হয়েছে বিজ্ঞানীদের তরফে।
বেলজিয়ামের যে বিজ্ঞানীদল এই সন্ধান চালাচ্ছেনে, তাঁদের প্রধান মাইকেল গিলন জানিয়েছেন, পৃথিবীর বাইরে এই প্রথম রাসায়নিকের সন্ধান মিলল। সেদিক থেকে এই আবিষ্কার যুগান্তকারী। তিনি জানিয়েছেন, এতদিন গোটা ব্যাপারটাই ছিল শুধু তত্ত্বে। এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রহগুলির অস্তিত্ত্ব প্রমাণিত হল। যে নক্ষত্রটিকে ঘিরে ধরে এই গ্রহগুলি পাক খাচ্ছে, তা আকৃতিতে সূর্যের এক অষ্টমাংশ। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Link copied!