নতুন বছরের ‘শুভেচ্ছা’ মেসেজে ক্লিক করলেই আইডি হ্যাকড

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৯, ০৯:০২ এএম
নতুন বছরের ‘শুভেচ্ছা’ মেসেজে ক্লিক করলেই আইডি হ্যাকড

ঢাকা : ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে  সামাজিক যোগাযোগ মাধ্যম একটি স্প্যাম্প লিঙ্ক ফরোয়ার্ড করছে। এই লিঙ্কটির ফলে মেসেঞ্জার আইডি হ্যাক করে নিয়ন্ত্রণে নিচ্ছে একটি দল।

এবিষয়ে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একটি চক্র মেসেজ দিয়ে ফেসবুক মেসেঞ্জার নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। লিঙ্ক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে এ রকম মেসেজ পাঠানো হচ্ছে।

তিনি আরো বলেন, এ ধরনের লিঙ্কে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান আদিল হাসান।

এই ছবিটির মতো লিঙ্ক ক্লিক করা থেকে বিরত থাকুন।

সোনালীনিউজ/এএস

Link copied!