যেভাবে ফেসবুকে বিজ্ঞাপন আসা বন্ধ করবেন

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০২২, ১২:২২ পিএম
যেভাবে  ফেসবুকে বিজ্ঞাপন আসা বন্ধ করবেন

ঢাকা : ফেসবুকে সাইন-ইন করলেই কিছু বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন চালু হয়ে যায় এবং ব্যবহারকারী তা দেখতে বাধ্য। ফেসবুকের এই বিজ্ঞাপন নিয়ে অনেকেই খুব বিরক্ত। তবে আপনি চাইলেই খুব সহজে বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন।

চলুন তবে জেনে নেওয়া যাক-

# প্রথমেই প্রদর্শিত বিজ্ঞাপনের ডান দিকের কোণে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।

# এরপর ড্রপডাউন মেন্যু থেকে হাইড অ্যাড (Hide ad) অপশন নির্বাচন করতে হবে।

# এখন আপনি কেন বিজ্ঞাপনটি লুকিয়ে রাখতে চাচ্ছেন, তা ফেসবুককে জানাতে হবে।

# নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞাপন দেখতে না চাইলে বিজ্ঞাপনের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে।

# সেখানে ‘হোয়াই আই অ্যাম সিইং দিস অ্যাড?’ অপশনে ক্লিক করুন।

# এর পরের অপশনে প্রবেশ করে ‘হাইড অল অ্যাডস ফ্রম দিস অ্যাডভারটাইজার’র পাশে থাকা হাইড বাটনে ক্লিক করুন।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!