সিটিসেল বন্ধ না করে বিকল্প ব্যবস্থার দাবি

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১, ২০১৬, ০৮:২৯ পিএম
সিটিসেল বন্ধ না করে বিকল্প ব্যবস্থার দাবি

রাজস্ব বকেয়া এবং পরিশোধে গড়িমসি করায় সরকার মোবাইল ফোন অপারেটর সিটিসেল-এর সেবা বন্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে এর গ্রাহক ফোরাম। একইসঙ্গে সিটিসেল বন্ধ না করে বিকল্প ব্যবস্থারও দাবি জানিয়েছে সংগঠনের নেতারা।
 
সোমবার (১ আগস্ট) সিটিসেল গ্রাহক ফোরামের আহ্বায়ক পারভেজ আহমেদ সিটিসেল বন্ধ করার প্রতিক্রিয়ায় বলেন, হঠাৎ করে বিটিআরসির নেয়া এই সিদ্ধান্ততে ক্ষতিগ্রস্ত হবে এর গ্রাহকেরা।
 
তিনি বলেন, অনেকে ব্যবসায়ী নম্বর হিসেবে সিটিসেল ব্যবহারসহ অধিকাংশ গ্রাহক ব্যক্তিগত নম্বর হিসেবে দীর্ঘদিন সিটিসেল নম্বরটি ব্যবহার করে আসছেন। সরকারের এই সিদ্ধান্তে ব্যবসায়ীসহ গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হবে।
 
সিটিসেল সিমগুলোকে সরকারি মোবাইল কোম্পানি টেলিটক বা অন্য যে কোনো কোম্পানিতে মাইগ্রেশন করার দাবিও জানান পারভেজ আহমেদ।
 
সিটিসেল গ্রাহক ফোরামের মুখপাত্র এ আর সীমান্ত বলেন, আমরা সিটিসেল গ্রাহক ফোরামের পক্ষ থেকে বিটিআরসি বরাবর স্মারকলিপি দিয়ে দাবি জানাব বিকল্প ব্যবস্থা নেয়ার।
 
ফোরামের সদস্য হাসান কবির বলেন, ব্যবসার প্রথম থেকে আমি সিটিসেল ব্যবহার করে আসছি। সারাদেশে থাকা আমার কাস্টমারদের কাছে আমার সিটিসেলের নম্বরটি রয়েছে। এখন যদি এই নম্বরটি বন্ধ হয়ে যায় তাহলে আমার ব্যবসায় ধস নামবে।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Link copied!