অতিরিক্ত সিম বাতিলের ঘোষণা, ৪ দিন সময় বেঁধে দিল বিটিআরসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৬:২৮ পিএম
অতিরিক্ত সিম বাতিলের ঘোষণা, ৪ দিন সময় বেঁধে দিল বিটিআরসি

ছবি: প্রতীকী

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, একাধিক সিম নিবন্ধন এড়িয়ে সিম অপব্যবহার রোধের জন্য একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করা যাবে। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) অথবা মালিকানা পরিবর্তন করতে হবে।

বিটিআরসির রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল বা মালিকানা পরিবর্তন না করা হলে, কমিশন নিজ উদ্যোগে ওই সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

গ্রাহকরা জানতে পারবেন কতটি সিম নিবন্ধিত আছে। মোবাইল থেকে *16001# ডায়াল করে এনআইডি-এর শেষ চার সংখ্যা লিখে সেন্ড করলে তথ্য পাওয়া যাবে।

বিটিআরসি জানায়, দীর্ঘদিন ধরে অনেক গ্রাহকের নামে একাধিক সিম অজান্তেই নিবন্ধিত রয়েছে। এতে নানা অপরাধমূলক কাজে অপব্যবহার ঘটতে পারে। এজন্য ১০ সিমের সীমা নির্ধারণ করা হয়েছে।

অতিরিক্ত সিম থাকলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের আবেদন করা যাবে।

এসএইচ

Link copied!