ফাইল ছবি
ঢাকা: দেশে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। আগামী ২৬ ডিসেম্বরের পর থেকে দেশের নেটওয়ার্কে আর কোনো অনিবন্ধিত বা অবৈধ মোবাইল হ্যান্ডসেট সচল থাকবে না। তবে ইতিমধ্যে যেসব গ্রাহক অনিবন্ধিত ফোন ব্যবহার করছেন, তাঁদের জন্য রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সুবিধা।
রবিবার বিটিআরসির এক বার্তায় জানানো হয়েছে, ১৬ ডিসেম্বরের আগে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত সব ধরনের হ্যান্ডসেট-বৈধ, অবৈধ বা ডাটাবেইজে না পাওয়া-স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। ফলে এসব ফোন ব্যবহারকারীদের সিম বন্ধ হওয়া বা নেটওয়ার্ক হারানোর আশঙ্কা থাকবে না।
এই সময়েই চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, সংক্ষেপে এনইআইআর। এর মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের পরিচয় নিশ্চিত করা হবে। বাজারে কোনো নতুন ফোন কেনার আগে সেটি বৈধ কি না, সহজেই যাচাই করতে পারবেন গ্রাহকরা। ফোনের আইএমইআই নম্বর জানতে ডায়াল করতে হবে টানা শূন্য ছয়। এরপর মেসেজে আইএমইআই নম্বর লিখে পাঠাতে হবে ১৬০০২-এ। ফিরতি বার্তায় পাওয়া যাবে ফোনের বৈধতা সম্পর্কে তথ্য।
এ সম্পর্কিত যেকোনো সহায়তার জন্য বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০-তে কল করা যাবে। পাশাপাশি যেকোনো অপারেটরের নম্বর থেকে ১৬১৬১ ডায়াল করে তথ্য জানা সম্ভব। মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১ বা সরাসরি কাস্টমার কেয়ারেও মিলবে প্রয়োজনীয় সহায়তা।
এনইআইআর নিয়ে সাধারণ জিজ্ঞাসা, আবেদন বা যাচাই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইটে।
নিয়ন্ত্রণ, স্বচ্ছতা আর গ্রাহক সেবাকে আরও সহজ করতে নতুন এই ব্যবস্থাকে ডিজিটাল নিরাপত্তায় বড় পদক্ষেপ হিসেবেই দেখছে টেলিযোগাযোগ খাত।
এসএইচ
আপনার মতামত লিখুন :