অনলাইন ডেটিংয়ে বাড়ছে ধর্ষণের অভিযোগ 

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৬, ১১:৩৬ এএম
অনলাইন ডেটিংয়ে বাড়ছে ধর্ষণের অভিযোগ 

সোনালীনিউজ ডেস্ক

অনলাইন ডেটিং অ্যাপ বা ওয়েবসাইটে পরিচিত হয়েছেন এমন কারো দ্বারা ধর্ষিত হওয়ার অভিযোগ গত ৫ বছরে ছয়গুণ বেড়েছে। যুক্তরাজ্যের একটি পরিসংখ্যানে এমনই তথ্য প্রকাশিত হয়েছে। 
দেশটির জাতীয় অপরাধ সংস্থার হিসেবে, ২০১৪ সালে এ ধরণের ১৮৪ টি অভিযোগ পাওয়া গেছে। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৩৩ টি।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৮৫ শতাংশ ধর্ষণের অভিযোগই এসেছে মেয়েদের কাছ থেকে, যাদের মধ্যে ৪২ শতাংশের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে এবং ২৪ শতাংশের বয়স ৪০ থেকে ৪৯ বছর।
সংস্থাটি বলছে, অনেক ঘটনাই হয়তো অভিযোগ করা হচ্ছে না এবং তারা ধর্ষণের শিকার হলে অভিযোগ জানানোর জন্য উৎসাহ দিচ্ছে।
যুক্তরাজ্যে ৯০ লাখেরও বেশি মানুষ ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে।
সোনালীনিউজ/আমা

Link copied!