মানুষের তৈরি ‌‘তারা‍‍’ দিব্বি ভাসছে মহাকাশে! (ভিডিও)

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৭:৪১ পিএম
মানুষের তৈরি ‌‘তারা‍‍’ দিব্বি ভাসছে মহাকাশে! (ভিডিও)

ঢাকা: বিশ্বায়নের এই যুগে অসম্ভব বলতে কিছু নেই। মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পৌঁছানো যাচ্ছে। যা এক সময় কল্পনা করাও কঠিন ছিলো। পৃথিবী থেকে মানুষ নিয়ে মঙ্গল গ্রহে বসবাসের উপযোগী করে তোলারও চেষ্টা করা হচ্ছে।

কিন্তু মহাকাশে যে মানুষের তৈরি আস্ত একটি ‘তারা’  ভাসিয়ে যাবে তাতো কল্পনাও করা সম্ভব নয়। কিন্তু এটাও এবার সম্ভব হয়েছে!

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ জানায়, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এ যন্ত্রাংশ ও সরঞ্জাম তৈরির জন্য থ্রি-ডি প্রিন্টার রয়েছে। যা দিয়ে কোনও বস্তুর ত্রিমাত্রিক প্রতিকৃতি তৈরি করা যায়। কাজটা শুরু হয়েছিল মানুষের হাসি রেকর্ড করার একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। প্রত্যেকের হাসির শব্দতরঙ্গের অনুকরণে থ্রি-ডি প্রিন্টারে তৈরি হয় এক-একটি বলয় বা প্যাটার্ন। 

প্রায় এক লক্ষ মানুষের হাসি থেকে বেছে নেয়া হয়েছিল নটিয়া জেন স্ট্যানকো নামে এক মার্কিন নাগরিকের হাসি। তা দিয়ে আইএসএসে তৈরি করা বলয় এখন মহাকাশে ভাসছে, হাসি-তারা হয়ে। 

নাসা আরো জানায়, ভবিষ্যতে আরও কয়েক জন বিখ্যাত শিল্পীর সৃষ্টি ঠাঁই পাবে মহাকাশের গ্যালারিতে।

ভিডিও:

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Link copied!