দেখে শুনে কিনুন পাওয়ার ব্যাংক

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৬, ০৫:২৯ পিএম
দেখে শুনে কিনুন পাওয়ার ব্যাংক

সোনালীনিউজ ডেস্ক

অনেক চমকপ্রদ বিজ্ঞাপনে দেখা যায় পাওয়ার ব্যাংকে রয়েছে অফুরন্ত চার্জ দেয়ার ক্ষমতা। সাধারণ পাওয়ার ব্যাংকগুলো ১০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার থেকে ২০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার হয়ে থাকলেও বাজারে পাওয়া যায় ৫০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের পাওয়ার ব্যাংক। নিশ্চিত থাকুন, বেশি মিলি অ্যাম্পিয়ার আওয়ার লেখা পাওয়ার ব্যাংকটা কিনে আপনি আসলে প্রতারিত হচ্ছেন।

পাওয়ার ব্যাংক হল এমন একটি ডিভাইস যা দিয়ে যে কোন জায়গায় যে কোন মুহূর্তে মোবাইলে চার্জ দেয়া যায়। দরকার হয় না ইলেকট্রিসিটির। কিন্তু সব পাওয়ার ব্যাংকের ক্ষমতা সমান থাকে না। কিছু পাওয়ার ব্যাংক আকারে ছোট হয় এবং সহজেই পকেটে বহন করা যায়। কিছু আবার আকারে বড় হয় এবং ওজনেও ভারী হয়। কিন্তু ডিভাইসগুলোর থাকে বেশি ব্যাকআপের ক্ষমতা। কিছু পাওয়ার ব্যাংকে ডিভাইসের ক্ষমতা সম্পর্কে ভুল তথ্য দেয়া থাকে। এই পাওয়ার ব্যাংকগুলো অবশ্যই আপনি কিনতে চাইবেন না।

কিভাবে সত্যিকারের পাওয়ার ব্যাংক চেনা যাবে? এক্ষেত্রে ভালো ব্র্যান্ডের আউটলেট থেকে পাওয়ার ব্যাংক কিনলে সঠিক ডিভাইসটি কেনা যাবে। তবে নিজের সাধারণ জ্ঞ্যান ব্যবহার করলে প্রতারণার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। সাধারণত বেশি মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাংকগুলো ওজনে ভারি এবং দেখতে বড় হয়। তাছাড়া প্রতিষ্ঠিত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে নষ্ট হয়ে গেলে নতুন একটি রিপ্লেসমেন্ট হিসেবে দেয়ার গ্যারান্টি থাকে।

তাই পাওয়ার ব্যাংক কিনুন দেখে শুনে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!