শব্দ সংখ্যা বাড়িয়ে নতুন রূপে টুইটার

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৭, ০১:৫৩ পিএম
শব্দ সংখ্যা বাড়িয়ে নতুন রূপে টুইটার

ঢাকা: টুইটার সম্প্রতি পরীক্ষামূলকভাবে এই সুবিধাটি চালু করেছে। আগে ১৪০ শব্দে টুইট করা গেলেও। সেই শব্দ সংখ্যাই বাড়িয়ে ২৮০ করা হয়েছে। ব্যবহারকারী গ্রাহকদের মনের ভাব আরো ভালোভাবে প্রকাশ পায় সেই কারণেই বাড়ানো হয়েছে টুইটারের শব্দসংখ্যা। এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।

টুইটার একটি ব্লগ পোস্টে জানায়, অনেক ব্যবহারকারীর অভিযোগ ছিল মাত্র ১৪০ শব্দের সীমাবদ্ধতা নিয়ে। সেই অভিযোগ বিবেচনা করে নতুন শব্দ সংখ্যা নির্ধারণ করা হলো। এতে গ্রাহকরা সাইটটি ব্যবহারে আগের চেয়ে বেশি আগ্রহী হবেন।

অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যম ব্যবহারকারীদের চাহিদার সঙ্গে পরিবর্তন হয়েছে। কিন্তু সেদিক থেকে টুইটার অন্যপথেই হাঁটে। সেই পথই এবার পরিবর্তন করল তারা। নতুনদের আকৃষ্ট করতে নিজেদের কৌশল কিছুটা পরিবর্তন করেছে তারা।

টুইটারের এ পরিবর্তন সম্পর্কে প্রতিষ্ঠানটির পণ্য ব্যবস্থাপক আলিজা রোজেন বলেন, 'নতুন জেনারেশনের চিন্তা-ভাবনাকে একটি টুইটের মাধ্যমে আরো সহজভাবে প্রকাশ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।'

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!