এবার খাবারের ফরমাশ নেবে পাঠাও

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৭:৫৭ পিএম
এবার খাবারের ফরমাশ নেবে পাঠাও

ঢাকা: অ্যাপের মাধ্যমে এবারে বিভিন্ন হোটেলের খাবার ফরমাশ দেওয়ার ফিচার আনল পাঠাও। মোটরসাইকেল, গাড়ি ডাকার ফিচারের পর মঙ্গলবার (১৬ জানুয়ারি) ‘পাঠাও ফুড’ নামে সেবাটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশের রাইড শেয়ারিং উদ্যোক্তা প্রতিষ্ঠানটি।

পাঠাওয়ের প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াস জানান, বনানী ও গুলশানের তিনশ হোটেল নিয়ে পাঠাও ফুড শুরু হল। শিগগিরই পুরো ঢাকায় এ সেবা পাওয়া যাবে। পাঠাও অ্যাপের মধ্যেই এ ফিচার যুক্ত হবে। ওই অপশনে গিয়ে পছন্দের রেস্তরা নির্বাচন করে খাবার ফরমাশ দেওয়া যাবে। সর্বনিম্ন ৫০ টাকার ফরমাশ দিতে হবে। পাঠাও রাইডার খাবার পৌছে দেবেন।

তিনি বলেন, ‘যানজট থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি গ্রাহকদের জীবনকে আরামদায়ক করার চেষ্টা করছি। খাবার পৌঁছানো ছাড়াও অবসরে যারা সাইকেল চালান তাদের বাড়তি আয়ের সুযোগ করে দিচ্ছি-যোগ করেন এম ইলিয়াস।

সোনালীনিউজ/জেএ

Link copied!