এসি হেলমেট!

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০১৮, ০৫:৩২ পিএম
এসি হেলমেট!

ঢাকা : মোটরসাইকেল চালকদের ভ্রমণকে আরামদায়ক করতে ভারতের একটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হেলমেটে যুক্ত করার জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র তৈরি করেছে।

দেশটির ব্যাঙ্গালুরু শহরের ব্লু আরমর প্রতিষ্ঠানের তৈরি এই যন্ত্রটি বেল্টের সাহায্যে যে কোন হেলমেটে ব্যবহার করা যাবে। শীতাতপ নিয়ন্ত্রণ এই যন্ত্র একটি বাটনের সাহায্যে চালু এবং বন্ধ করার সুবিধা রয়েছে বলে জানা যায়।

এই অপসারণযোগ্য যন্ত্রটিতে ৬০ মিলিলিটার পানি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এর সঙ্গে একটি ইলেকট্রিক ফ্যান, ছাঁকন উপাদান এবং স্থায়ীভাবে যুক্ত একটি ব্যাটারি রয়েছে।

ভারতে বর্তমানে মাত্র এক হাজার ৯শ ৪৮ রুপিতে হেলমেটে ব্যবহারের এই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি পাওয়া যাচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Link copied!