ফের সুপারমুন, দেখা যাবে বাংলাদেশেও

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ১২:৪৬ পিএম
ফের সুপারমুন, দেখা যাবে বাংলাদেশেও

ঢাকা : ফের সুপারমুনের দেখা মিলবে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি)। পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। নাসা বলছে, এটি হবে এ বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ। আজকে চাঁদ পৃথিবী থেকে ৩ লাখ ৬০ হাজার কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করবে বলে জানিয়েছেন মহাকাশ গবেষকরা।

চাঁদকে স্বাভাবিকের চেয়ে ১৪ দশমিক ১ ভাগের বেশি উজ্জ্বল দেখাবে। আজ মঙ্গলবারের ওই সবচেয়ে বড় চাঁদ দেখার সুযোগ মিলবে বাংলাদেশের বাসিন্দাদেরও।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট থেকে দেখা যাবে সুপারমুনকে। তবে জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ ওঠার কিছুক্ষণ পরপরই সুপার মুন দেখার সবচেয়ে সেরা সময়।

এ ধরনের সুপারমুনকে ‘পূর্ণ বরফ চাঁদ’ বলা হয়ে থাকে। এসময়ে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে তুষারপাতের পরিমাণ বেড়ে যায় বলেই এমন নাম। এছাড়াও এ চাঁদকে স্ট্রোম মুন, হাঙ্গার মুন ও বোন মুনও বলা হয়ে থাকে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!