চলতি পথে বাধা পেরিয়ে সফল তামজিদ

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৬:১৪ পিএম
চলতি পথে বাধা পেরিয়ে সফল তামজিদ

ঢাকা: সৃজনশীল পরিবেশে বেড়ে ওঠা তামজিদের ছোটবেলাতেই ধরা দিয়েছিল কিছু ভিন্ন রকম স্বপ্ন। ছবি আঁকা, গল্প লেখা, সবকিছুতেই যেন নিজের কল্পনার জগৎ গড়ে তোলার এক প্রবল আগ্রহ। তখনই বুঝেছিলেন, ভবিষ্যতে নিজেকে এমন কোনো কাজে যুক্ত করতে চান যেখানে সৃজনশীলতা থাকবে, স্বাধীনতা থাকবে।

২০১৯ সালে একটি স্থানীয় ক্লায়েন্টের জন্য কনটেন্ট লেখার মাধ্যমে পেশাগত যাত্রা শুরু হয় তাঁর। সেই ছোট্ট শুরুই আজ তাঁকে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বনামধন্য সাইবারসিকিউরিটি কমপ্লায়েন্স কোম্পানিতে। সেখানে তিনি এখন একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছেন।

আন্তর্জাতিক সাফল্যের পথে ২০২২ সালে Fiverr-এ মাত্র ৫ ডলার মূল্যের একটি কাজ দিয়ে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে পথচলা শুরু। এক বছরের মধ্যেই অর্জন করেন Level 2 সেলার ব্যাজ। এরপর Upwork-এ কাজ শুরু করে সেখানে পান Top Rated Badge। তবে তিনি শুধু মার্কেটপ্লেসে সীমাবদ্ধ থাকেননি। বুঝেছিলেন, টেকসই সফলতার জন্য একটি স্টেবল রিমোট জব প্রয়োজন। 

শেষমেশ ২০২৫ সালে যুক্ত হন যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবারসিকিউরিটি কমপ্লায়েন্স ফার্মে, যেখানে তিনি এখন ফুল্টাইম এসইও এবং কনটেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। 

জেদই শক্তির উৎস:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ালেখা করা তামজিদের কাছে পরিবার ও সমাজের প্রত্যাশা ছিল তিনি হয়তো সরকারি চাকরির পথ বেছে নেবেন। কিন্তু তিনি ঠিক করলেন, নিজের ছন্দে এগোবেন। বেছে নিলেন একেবারে ভিন্ন পথ—ফ্রিল্যান্সিং।
 এই পেশায় পা রাখার পর প্রথম দিকে শুনতে হয়েছে নানা রকম কটাক্ষ। মানসিক চাপ ও উপহাস সঙ্গী ছিল প্রতিদিনের। তবুও থেমে যাননি তিনি। একদিকে যেমন শিখেছেন, অন্যদিকে নিজেকে গড়েছেন একাগ্রতার সঙ্গে। 

ভবিষ্যতের ভাবনা:

তামজিদের স্বপ্ন, এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে দেশের তরুণেরা সহজেই ফ্রিল্যান্সিং শিখতে পারবে। তবে তিনি চান না শুধু আয়ই হোক লক্ষ্য, তরুণেরা যেন সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারে। 

তামজিদ বলেন, “বাংলাদেশে এখনো সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা দুর্বল। আমি চাই, আমাদের প্রজন্ম ভালো আয় করার পাশাপাশি দেশের সাইবার নিরাপত্তা নিয়েও চিন্তা করুক। আমি নিজে সেই চেষ্টার অংশ হতে চাই।”

আইএ

Link copied!