মান বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ১৫৭ রান

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০২৪, ০৬:২০ পিএম
মান বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ১৫৭ রান

ঢাকা: হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে ভারতের বিপক্ষে ১৫৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ নারী দল। টানা চার ম্যাচে হেরে ইতোমধ্যেই সিরিজে ৪-০ তে পিছিয়ে আছে নারীরা।   

আজকের ম্যাচটি তাদের জন্য কেবলই মান বাঁচানোর লড়াই। অন্যদিকে ভারত নারী দলের সামনে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার সুযোগ। 

বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কর। ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় বিকাল ৪টায়।

ব্যাট হাতে ১৫৬ রান করে ভারত।

গত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে জায়গা হারিয়েছেন মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও হাবিবা ইসলাম। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা। অন্যদিকে অপরিবর্তিত দল লড়ছে ভারত।

আইএ

Link copied!