যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৯:২১ পিএম
যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ঢাকা: যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট দল। 

যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হয়েছে। আইসিসি সহযোগী সদস্য দেশটির বিপক্ষে এবারই প্রথম স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়ের ৫৮ রানের পরও ১৫৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। টার্গেট তাড়ায় ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় পায় যুক্তরাষ্ট্র। 

প্রথম ম্যাচে হেরে সিরিজ হারানোর শঙ্কায় টাইগাররা।

বাংলাদেশ দল: 
তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আইএ

Link copied!