শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৩:৪১ পিএম
শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

ছবি : সংগৃহীত

ঢাকা: হংকং সিক্সেস দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (৭ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ৭৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ দল। জবাব দিতে নেমে ৫ ওভার ১ বলে ৬১ রানে অলআউট হয় লঙ্কানরা। 

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসে তৃতীয় বলে সাজঘরে ফেরেন থানকু দাবারে। ৩ বলে ১২ রান করেন তিনি। ৪ বলে ৭ রান করে পরের ওভারে তাকে সঙ্গ দেন লাহিরু দিলশান। 

এরপর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ধানাঞ্জায়া লাকশান ও লাহিরু সামারাকুন। কিন্তু লাকশান ১২ বলে ১৮ রান এবং সামারাকুন ৭ বলে ১৩ রান করে আউট হলেও ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা।

শেষ দিকে ৩ বলে ৫ রান করে থারিন্দু রাতনায়েকে এবং নিমেশ শূন্য রানে আউট হলে ৫ বল হাতে থাকতেই ৬১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন। এ ছাড়াও আবু হায়দার রনি ও তোফায়েল আহমদে নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ব্যাটিং ঝড় তোলেন শেখ হাবিবুর রহমান। ধনঞ্জয় লক্ষনের এক ওভারে ২০ রান করেন তিনি। তবে দ্বিতীয় ওভাবের জিসান ফিরলে কিছুটা অস্বস্তিতে পড়ে দল। ওয়ান ডাউনে নেমে সে ধাক্কা সামাল দেন আকবর আলী। 

৯ বলে ৩২ রান করেন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। যাতে ছিল ৪টি ছক্কা ও ২টি চার। শেষ দিকে বরং বিড়ম্বনা বাড়ান মোসাদ্দেক হোসেন ও আবু হায়দার রনি। যেখানে প্রতিটি বল গুরুত্বপূর্ণ, সেখানে ১০ বলে ৬ রান করেন আবু হায়দার। মোসাদ্দেক করেন ৬ বলে ৮ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭৫ রান।

পিএস

Link copied!