ফুটবল বিশ্বকাপ ২০২৬ জিতবে যে দেশ, জানাল সুপার কম্পিউটার

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:৩৫ পিএম
ফুটবল বিশ্বকাপ ২০২৬ জিতবে যে দেশ, জানাল সুপার কম্পিউটার

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপের দল চূড়ান্ত হওয়ার পথে। ৪৮ দলের আসরের ৪২টি ইতিমধ্যে নিশ্চিত, বাকি ছয়টি দল আসবে আগামী মার্চের প্লে-অফ থেকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুক্রবার হবে গ্রুপ নির্ধারণের ড্র। এর আগে টুর্নামেন্ট নিয়ে প্রথম সামগ্রিক ভবিষ্যদ্বাণী প্রকাশ করল ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপ্টা।

সুপারকম্পিউটার সব দলের সাম্প্রতিক পারফরম্যান্স, টুর্নামেন্ট ইতিহাস, খেলোয়াড়দের ফর্ম ও নানা পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করেছে শতাংশের হিসাবে। সেই হিসাবেই শীর্ষে উঠে এসেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিপরীতে জয়ের সম্ভাবনা শূন্য বলে দেখা হয়েছে জর্ডান, কুরাসাও ও হাইতির।

স্পেনকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভাবা হয়েছে ১৭ শতাংশ সম্ভাবনার ভিত্তিতে। লামিন ইয়ামালদের দল সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩১ ম্যাচ অপরাজিত। তাদের পরেই আছে ১৪.১ শতাংশ সম্ভাবনা নিয়ে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও দিদিয়ের দেশমে সমৃদ্ধ দলটিও ধারাবাহিকতা ধরে রেখেছে।

তৃতীয় ফেভারিট ইংল্যান্ড। হ্যারি কেইনদের সামনে এগিয়ে রেখেছে বাছাইপর্বের নিখুঁত পারফরম্যান্স-আট ম্যাচে আট জয়, একটিও গোল হজম নয়। সম্ভাবনা ধরা হয়েছে ১১.৮ শতাংশ। অল্প ব্যবধানে চার নম্বরে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৮.৭ শতাংশ। তবে লিওনেল মেসি থাকলে যেকোনো হিসাব বদলে যেতে পারে-বিশ্লেষকদের এমন মন্তব্যই ফুটবল–বিশ্বের আলোচনায়।

পাঁচে রয়েছে জার্মানি (৭.১ শতাংশ), ছয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে পর্তুগাল (৬.৬ শতাংশ) এবং সাতে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল (৫.৬ শতাংশ)। শীর্ষ দশে থাকা বাকি দলগুলো হলো নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া।

বিশ্বকাপের গ্রুপ ড্রয়ের আগে অপ্টার এই ভবিষ্যদ্বাণী ফুটবল বিশ্বের আলোচনায় নতুন উত্তাপ যোগ করেছে। আসর যত ঘনিয়ে আসছে, ততই বেড়ে চলেছে সম্ভাবনার হিসাব বদলে দেওয়ার উত্তেজনা।

এসএইচ 

Link copied!