বিশ্বকাপের সেরা বোলিং এখন সাকিবের

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৫, ২০১৯, ১২:২৪ এএম
বিশ্বকাপের সেরা বোলিং এখন সাকিবের

ঢাকা : প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৫ উইকেটের কীর্তি গড়া, ক্যারিয়ারসেরা বোলিং-স্বপ্নের মতো এক বোলিং সাকিব আল হাসানের। এই বিশ্বকাপে এটা করাই তাঁর বাকি ছিল। ধারাবাহিক দুর্দান্ত ব্যাটিং করছেন। ২ সেঞ্চুরি, ৩ ফিফটিতে ৪৭৬ রান করে আবারও শীর্ষ রানসংগ্রাহকের চেয়ারটা নিজের অধিকারে নিয়েছেন। ব্যাটিংয়ের মতো অসাধারণ বোলিং তাঁর কাছে পাওনা হয়ে গিয়েছিল, সেটিও দেখা গেল সোমবার সাউদাম্পটনে।

বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলিং, প্রথম ব্যাটসম্যান হিসেবে করেছেন ১ হাজার রান পূর্ণ। শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সাকিবের ছবি আঁকা হলো আরও বড় ক্যানভাসে ।

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো অলরাউন্ডার হিসেবে ১ হাজার রান আর ৩০ উইকেট পাওয়ার কীর্তিটা তাঁর। আর যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপের ম্যাচে করেছেন ফিফটি আর বল হাতে নিয়েছেন ৫ উইকেট। এ বিশ্বকাপের সেরা বোলিং ফিগারও এখন সাকিবের।

বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলিং-

বোলার

বোলিং পরিসংখ্যান

প্রতিপক্ষ

বিশ্বকাপ

সাকিব আল হাসান

২৯/৫ (১০)

আফগানিস্তান

২০১৯

শফিউল ইসলাম

২১/৪ (৮.০)

আয়ারল্যান্ড

২০১১

মাশরাফি বিন মর্তুজা

৩৮/৪ (৯.৩)

ভারত

২০০৭

রুবেল হোসেন

৫৩/৪ (৯.৩)

ইংল্যান্ড

২০১৫

সাকিব আল হাসান

৫৫/৪ (৮.৫)

নিউজিল্যান্ড

২০১৫

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Link copied!