অস্ট্রেলিয়ার দাবানল দমকল কর্মীদের নিয়ন্ত্রণে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৬, ০৩:৪৬ পিএম
অস্ট্রেলিয়ার দাবানল দমকল কর্মীদের নিয়ন্ত্রণে

সোনালীনিউজ ডেস্ক
অস্ট্রেলিয়ায় সোমবার তাপমাত্রা ও বাতাস কম থাকায় দমকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। সেখানে ভয়াবহ এ দাবানলে দুইজন মারা গেছে। পুড়েছে ১৪৩টি ঘরবাড়ি। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্যে এ দাবানলে প্রায় ৭১ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। সেখানে একের পর এক দাবানলের সর্বশেষ ঘটনায় এ পর্যন্ত আটজন মারা গেছে।
অস্ট্রেলিয়ার জরুরী সেবা বিষয়ক মন্ত্রী জোয়ে ফ্রান্সিস জাতীয় বেতার কেন্দ্রকে বলেন, গত ২৪ ঘন্টা আবহাওয়া অনুকূলে থাকায় দমকল বাহিনীর কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এখন পর্যন্ত দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে না আনতে পারলেও আগামী ২৪ ঘন্টার মধ্যে তা সম্ভব হবে বলে ধারণা করো হচ্ছে। এ রাজ্যের দমকল সংস্থা জানায়, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ এ দাবানলে ১৪৩টি ঘরবাড়ি পুড়ে গেছে।

Link copied!