জাতীয় দলের বাইরে এসে খারাপ লাগছে রুবেলের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০২:২৬ পিএম
জাতীয় দলের বাইরে এসে খারাপ লাগছে রুবেলের

ঢাকা: মিরপুরে চলমান জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে ড্র হয়েছে খুলনা ও রাজশাহী বিভাগের মধ্যেকার ম্যাচটি। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে প্রথম স্তরের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে খুলনা, পাচ্ছে শিরোপার সুবাস। রাজশাহীর বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করেন রুবেল হোসেন। প্রথম ইনিংসে ৫১ রানে নেন ৭ উইকেট, যা প্রথম শ্রেণিতে তার সেরা বোলিং নৈপুণ্য।

ভারতের সফরের কোনও বাংলাদেশ দলেই জায়গা হয়নি রুবেলের। তাই জাতীয় লিগের সবকটি ম্যাচেই খেলার সুযোগ হয়েছে তার। প্রথম চার ম্যাচে নিজের জাত চেনাতে ব্যর্থ হলেও পঞ্চম রাউন্ডে স্বরূপে ফেরেন তিনি। এতে নিজেকে নিয়ে সন্তুষ্টি ঝরছে রুবেলের কণ্ঠে, ‘অবশ্যই, ভালো লাগছে। আমি শেষ চারটা ম্যাচ খেলেছি, বোলিং ভালো হচ্ছিল, কিন্তু উইকেট সেভাবে পাচ্ছিলাম না। এ ম্যাচটায় উইকেট আমার পক্ষে ছিল, উইকেট নরম ছিল, সঙ্গে আমি চেষ্টা করেছি যেন ঠিক জায়গায় বল করতে পারি। আর সে জায়গায় সফল হয়েছি।’

আপাতত দলের বাইরে থাকায় কিছুটা হতাশ রুবেল, তবে ভেঙে পড়ছেন না তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন ফের লাল-সবুজের জার্সিতে ফেরার প্রত্যাশার কথা, ‘অবশ্যই, জাতীয় দলের বাইরে থাকা সবসময়ই খারাপ লাগে। অনেকদিন ধরে খেলছি, হঠাৎ করে দলের বাইরে, খারাপ তো লাগছেই। অবশ্য জাতীয় দলের দরজা তো সবসময়ই খোলা আছে, পারফর্ম করতে পারলে দলে ঢুকতে পারব। আমিও চেষ্টা করব, পরের ম্যাচ আরও ভালো খেলার।’

২৬ টেস্ট, ১০১ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ রুবেল বলছেন, ‘আমি সবসময় চেষ্টা করি। সামনে আরেকটা ম্যাচ আছে (জাতীয় লিগের)। এরপর বিপিএল আছে, ওখানেও ভালো করলে অবশ্যই জাতীয় দলে ফেরার সুযোগ থাকছে। আমার লক্ষ্য, পরের ম্যাচগুলো যেখানেই খেলি যেন ভালো খেলতে পারি।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Link copied!