শান্ত-আফিফের ফিফটি, জয়ের পথে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ১২:১৯ পিএম
শান্ত-আফিফের ফিফটি, জয়ের পথে বাংলাদেশ

ঢাকা: সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল শনিবার মুখোমুখি হয়েছে স্বাগতিক নেপালের। আগের সবগুলো ম্যাচেই জেতা সৌম্য-শান্তরা এ ম্যাচেও কক্ষপথেই রয়েছে। 

এদিন আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ-২৩ দল ৬ উইকেটে ১৫৫ রান তোলে। জবাবে ব্যাট করছে নেপাল। এ প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৪ রান।

কাঠমাণ্ডুর কীর্তিপুরে টসে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ফিফটি করা সৌম্য সরকার এদিন ৬ রানেই ফিরে যান। মোহাম্মদ নাঈমও সৌম্যর মতো ৬ রানে আউট হন। এই দুজনের বিদায়ের পর চাপে পড়া বাংলাদেশকে ঠিকই কক্ষপথে রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৬০ বলে ৭৫ রানের ইনিংস খেলে দলকে ১৫৫ রানের সংগ্রহ পেতে বড় ভুমিকা রাখেন। তার এই ইনিংসে ছিল চারটি বাউন্ডাররি ও ছক্কা। 

মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেন আফিফ হোসেন। তিনি আগ্রাসী ঢঙে ব্যাট করে ২৮ বলে ৫২ রান করেন। ছয় বাউন্ডারির বিপরীতে ছক্কার মেরেছেন একটি। বাকিদের মাঝে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন ইয়াসির আলী (১৪)। ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন খডকা। 

সোনালীনিউজ/আরআইবি/এএস

Link copied!