বিপিএলের উদ্বোধনে বাংলায় গাইবেন সনু নিগম-কৈলাশ খের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৯:০৩ পিএম
বিপিএলের উদ্বোধনে বাংলায় গাইবেন সনু নিগম-কৈলাশ খের

ঢাকা: জাঁকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। তার সঙ্গে থাকছেন আরেক জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ। এদের সঙ্গে পারফর্ম করবেন সনু নিগম ও কৈলাশ খের। দুজনেই বাংলায় গান গাইবেন। দর্শকদের জন্য গেট উন্মুক্ত হবে বিকেল ৩ টায়। সাড়ে ৫ টার মধ্যে বন্ধ হবে গেট। জেমস-মমতাজসহ দেশি শিল্পীদের পরিবেশনা, তারপর প্রধানমন্ত্রীর উদ্বোধন। সুরের ঝঙ্কার তুলবে ভারতীয় শিল্পীরা। সালমান-ক্যাটরিনার নাচে শেষ হবে অনুষ্ঠান।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘সবার কিন্তু ভারতীয় তারকাদের প্রতি বেশি ঝোঁক। আপনারা দেখবেন, আমরা যতবারই বিপিএল করেছে ভারতীয় তারকারা ছিল।’ এরপর তিনি যোগ করেন,‘  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় খেলাধুলার পাগল, এটা আপনারা সবাই জানেন। তিনি গান-বাজনা, খেলাধুলার প্রতি খুবই আগ্রহী।’

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলায় অন্তত একটি করে গান গাইবেন ভারতীয় শিল্পী সনু নিগম ও কৈলাশ খের। সালমান খান ও ক্যাটরিনা কাইফের স্টেজ মাতানো পারফরম্যান্স দিয়ে শেষ হবে অনুষ্ঠান। সনু নিগম হিন্দির পাশাপাশি বাংলায় গাইবেন। কৈলাশ খেরও একটা বাংলা গানে কণ্ঠ দিতে চেয়েছেন। সব মিলিয়ে অসাধারণ এক অনুষ্ঠান উপহার দিতে চায় বিসিবি।
শেখ সোহেল বলেন, ‘সনু নিগমের সাথে কথা বলেছি। তাকে বলেছি, তুমি বাংলাদেশে আসছো তো প্রথমে বাংলা দিয়েই শুরু করবা। কৈলাশ খের আমাকে নিজেই বলেছে যে, সেও বাংলা গান গাইতে চায়।’

উদ্বোধনী অনুষ্ঠান যাই-ই হোক না কেন মাঠের পারফরম্যান্সই আসল। বিপিএলের সম্প্রচার নিয়ে গতবার ছিল নানা অভিযোগ। এবার সেটা থাকবেনা বলে প্রতিশ্রুতি দিয়েছেন শেখ সোহেল। তিনি বলেন,‘ চলতে পথে অনেক ভুল হয়। যখনই কোনো ভুল চোখে পড়ে আমরা কিন্তু তখনই সেটা ঠিক করে সামনে চলে আসি। এবার মনে হয় না, কোনো সমস্যা থাকবে।’

সোনালীনিউজ/আরআইবি/এএএইচ

Link copied!