‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ....’গাইলেন সনু নিগম

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ০৮:৫৩ পিএম
‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ....’গাইলেন সনু নিগম

ঢাকা: কথা ছিল বাংলায় গাইবেন। কথা রেখেছেন ভারতের তারকা সঙ্গীতি শিল্পী সনু নিগম। গানের মাঝেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশে হাত নাড়েন। তিনি বলেন,‘ আজ আমি এমন একটা গান গাইব, যা আগে জীবনে কখনোই গাইনি। আমি এই গানটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষের জন্য গাইব। আমি জানি এই ভাষায় গান গাইতে গেলে আমার কিছুটা ভুল হতে পারে। আপনারা সেটা ক্ষমা করে দেবেন। আমি আজ ঢাকায় নেমে মাত্রই গানটা শিখেছি।’

এই সময় ভিভিআইপিতে নিজ আসনে প্রধানমন্ত্রীকেও কৌতুহলী হতে দেখা গেল। প্রধানমন্ত্রীও অপেক্ষায় ছিলেন ভারতীয় এই গায়ক কি গান গাইবেন। সনু নিগম খানিক বাদে গাইলেন-‘ধন ধান্য পুষ্পভরা.. বসুন্ধরা’। পুরো গানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুরো স্টেডিয়াম মুগ্ধ হয়ে শুনে তার গান। প্রায় সবাই সনু নিগমের সঙ্গে সেই গানে সুর মিলান।
বাংলায় গাওয়া সেই গানটা শেষ হওয়ামাত্র আরেকটি চমক দিলেন এই বলিউডের গায়ক। সবাইকে অবাক করে দিয়ে গাইলেন-‘ শোন একটি মুজিবরের থেকে লক্ষ.....বাতাসে ওঠে রণি।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এই বিখ্যাত গান গাওয়ার জন্য সনু নিগম যখন জোরে কণ্ঠ ছাড়েন-পুরো স্টেডিয়াম চত্বর এবং ভিভিআইপি বক্সে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগে আপ্লুত হয়ে ওঠেন। এরপর তার বিখ্যাত গানগুলো শোনাতে থাকেন। এ প্রতিবেদন লেখা অবধি সনু নিগম একের পর এক গান গেয়েই যাচ্ছিলেন। 

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Link copied!