আকবর আলীদের বিপক্ষে জিম্বাবুয়ের শুভ সূচনা

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২০, ১১:৪৭ এএম
আকবর আলীদের বিপক্ষে জিম্বাবুয়ের শুভ সূচনা

ঢাকা : দুদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের আগে ব্যাটিং করবে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৮৯ রান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সাভারের বিকেএসপিতে সকাল সাড়ে ৯টায় টস ছাড়াই আগে ব্যাট করতে চেয়েছে সফরকারীরা; তাদের আবদার মেনে নেন বিসিবি একাদশ অধিনায়ক আল আমিন জুনিয়র। 

জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার। বিসিএলের কারণে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই ব্যস্ত থাকায় এ ম্যাচে যুব বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটারকে সুযোগ দিয়েছে বিসিবি। 

যুব বিশ্বকাপ থেকে পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন ও শরিফুল ইসলামকে দলে নিয়েছে। এছাড়া আকবর আলীদের সতীর্থ রিশাদ হোসেন যিনি বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাননি তিনিও জায়গা পেয়েছেন প্রস্তুতি ম্যাচে। এছাড়া ভারত ও পাকিস্তান সফরে থাকা নাঈম শেখ, আমিনুল ইমলাম বিপ্লবও সুযোগ পেয়েছেন ১৩ জনের দলে। 

প্রস্তুতি ম্যাচের টাইগার স্কোয়াড : পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, নাঈম শেখ, ফারদিন অ্যানি, আল আমিন জুনিয়র (অধিনায়ক), সুমন খান, মুকিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

জিম্বাবুয়ে টেস্ট দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার পফু, ব্রায়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোটেন্ডা মুটোম্বোডজি, এইনসলে এনডিলোভু, ভিক্টর নায়াউচি, ব্রেন্ডন টেলর, ডোলান্ড তিরিপানো, চার্লটন টিসুমা।

সোনালীনিউজ/এএস

Link copied!