করোনার মধ্যেই উইন্ডিজের টেস্ট স্কোয়াড ঘোষণা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২০, ০৬:৪১ পিএম
করোনার মধ্যেই উইন্ডিজের টেস্ট স্কোয়াড ঘোষণা

ছবি: ইন্টারনেট

ঢাকা: মহামারী করোনা আতঙ্কের মধ্যেই ইংল্যান্ড সফরের জন্য ১৪ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া আরো ১১ জনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। ১৮ জুলাই থেকে তিন ম্যাচের সিরিজটি শুরু হবে। তবে মাঠে কোনো দর্শক থাকতে পারবেন না।

এ সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে এবং ৮ জুন তারা প্রাইভেট চার্টার্ড বিমানে করে ইংল্যান্ড যাত্রা করবেন। এত বেশি খেলোয়াড়কে রিজার্ভ হিসেবে রাখার কারণ হিসেবে উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইংল্যান্ডে অনুশীলনের সময় যাতে তারা ক্রিকেটারদের সাহায্য করতে পারেন এবং যেকোনো ধরণের ইনজুরির ক্ষেত্রে বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন।

১৪ সদস্যের উইন্ডিজ স্কোয়াড: 

জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেই হোপ, জার্মেই ব্লাকউড, রোস্টন চেজ, আলজেরি জোসেপ, ক্রমাহ বুনের, রাখিম ক্যাম্পবেল, রেমন্ড রিফার, ক্রেইগ ব্রাথওয়েট, শেন ডরিচ, কিমার রোচ, শামার ব্রুকস এবং চিমার হোল্ডার।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!