বিদেশের মাটিতে যে রেকর্ড মিরাজের দখলে  

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০৭:৫১ পিএম
বিদেশের মাটিতে যে রেকর্ড মিরাজের দখলে  

ঢাকা: আগুন ঝরা পেসে তাসকিন আহমেদ করলেন ক্যারিয়ার সেরা বোলিং। মেহেদী হাসান উপহার দিলেন রেকর্ড গড়া বোলিং। বাংলাদেশের জয়ও এলো রেকর্ড ব্যবধানে। হারারে টেস্টে বাংলাদেশের জয় ২২০ রানে। টেস্ট ক্রিকেটে দেশের সাম্প্রতিক ব্যর্থতার মিছিলে খানিকটা স্বস্তি এই জয়। এবছর পাঁচ টেস্ট খেলে জয় এটিই প্রথম।

দুই ইনিংস মিলিয়ে একাই ৯ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৪৮ রান দিয়ে ৯ উইকেট শিকার দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিং ফিগার। প্রথম বাংলাদেশি হিসেবে এ রেকর্ড মিরাজের দখলে। এর আগে বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগারটি ছিল রবিউল ইসলামের। এই হারারেতেই ২০১৩ সালে জিম্বাবুযের বিপক্ষে ১৫৫ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার।

এই তালিকায় তৃতীয় অবস্থানে মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ২০০৯ সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অফস্পিন ঘূর্ণিতে ১১০ রান খরচায় শিকার করেছিলেন ৮ উইকেট। একই সিরিজে সেন্ট জর্জেসে ১২৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন সাকিব। যেটি কিনা বিদেশের মাটিতে বাংলাদেশি কোনো বোলারের চতুর্থ সেরা বোলিং ফিগার।

সোনালীনিউজ/এআর

Link copied!