টোকিও অলিম্পিক

সোনা জয়ে শীর্ষে চীন, দুইয়ে যুক্তরাষ্ট্র

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৯:৩৬ পিএম
সোনা জয়ে শীর্ষে চীন, দুইয়ে যুক্তরাষ্ট্র

ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো সোনা জিততে ব্যর্থ অলিম্পিকের আয়োজক জাপান। আজ শুধু একটি ব্রঞ্জ জিতেছে জাপান। চীন ও যুক্তরাষ্ট্র অবশ্য সমানে পাল্লা দিচ্ছে পদক তালিকায়। দুই দেশ আজ তিনটি করে সোনা জিতেছে। 

রুপা ও ব্রোঞ্জ জেতায় অবশ্য চীনের চেয়ে অনেক এগিয়ে যুক্তরাষ্ট্র। যদিও এই পদক তালিকাও সন্তুষ্ট করতে পারবে না যুক্তরাষ্ট্রকে। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের ইভেন্টে ২০০৪ এথেন্স অলিম্পিক থেকেই সোনার দেখা পাচ্ছে না দেশটি। গতকাল তো পডিয়ামেই জায়গা হয়নি তাদের। আজ ছেলেদের ইভেন্টও হতাশা বাড়িয়েছে তাদের। টানা চতুর্থ অলিম্পিকে ১০০ মিটারের সোনা যুক্তরাষ্ট্রের বাইরে গেল। 

আজ সোনা জেতায় সবচেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। আজ ৪টি সোনা জিতেছে দেশটি। ওদিকে ব্রিটেন জিতেছে ২টি সোনা। আজ নতুন করে পদক তালিকায় কোনো দেশ যুক্ত হয়নি। গতকালের মতোই ৭৬টি দেশই এখন পর্যন্ত অলিম্পিক পডিয়ামে উঠতে পেরেছে। তবে আজ নতুন করে সোনার পদক পেয়েছে ৪টি দেশ। তাতে সোনা জেতা দেশের সংখ্যা এখন ৫৩-তে দাঁড়াল। আর এক বা একাধিক রুপা জেতা দেশ আছে ১৪টি। শুধু ব্রোঞ্জের স্বাদ নিয়েছে ৯টি দেশ।

সোনালীনিউজ/এআর
 

Link copied!