অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৮:১৯ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ঢাকা: পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল সন্ধ্যা ৬টায়। এই সফরে পূর্ণশক্তির দল নিয়ে আসেনি অস্ট্রেলিয়া। 

স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সদের মত তারকারা নেই এই সিরিজে। এদিকে বাংলাদেশে আসার আগে ইনজুরিতে পড়ায় দলে নেই অজিদের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চও।

ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলে অভিজ্ঞদের মধ্যে আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, এডাম জাম্পা। বাকি সবাই আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা অভিজ্ঞ নয়। 

একই অবস্থা বাংলাদেশ দলেরও। পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামাতে পারছেন না মাহমুদউল্লাহরা। দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস। এদিকে প্রথম টি-টোয়েন্টিতে মোস্তাফিজকেও নিয়ে আছে অনিশ্চয়তা। ঘরের মাঠে এ তারকাদের পেলে নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেবারিট থাকতো বাংলাদেশই।  

বাংলাদেশের সম্ভাব্য দল
মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। 

সোনালীনিউজ/এআর

Link copied!