পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৮:৪৮ পিএম
পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

ঢাকা: অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ফিরবে ঘরোয়া ক্রিকেট। টেস্ট দলের নিয়মিত ক্রিকেটারদের উপস্থিতিতে শুরু হবে এই লিগ। মুমিনুল, সাদমান, সাইফ, ইয়াসির, মিরাজ, রাহীরা লিগের শুরু থেকেই খেলবেন। মাঠে নামবেন তামিম ইকবালও।

এদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টুর্নামেন্ট শুরু করতে চলেছে বাংলাদেশ। প্রথম চক্রে পারফরম্যান্স হতাশাজনক হলেও আসন্ন পাকিস্তান সিরিজ দিয়েই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশারের।

বাশারের ভাষায়, ‘এবার আমরা প্রস্তুতি নিয়ে নামতে পারছি। আমি আশা করছি এবার ভালোভাবে মৌসুম শুরু করতে পারব। ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ। গতবার সাথে সাথে ফলাফল ভালো হয়নি। পরে আর কামব্যাক করতে পারিনি।’

পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো উচিৎ- এমন অভিমত ব্যক্ত করে তিনি বলেন, ‘টেস্ট দলগুলো যথেষ্ট ভালো, প্রতিনিয়ত উন্নতি করছে। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে এক ধাপ এগিয়ে থাকতে হবে। আমরা গতবারের পুনরাবৃত্তি চাই না। 

চাই এবারের চ্যাম্পিয়নশিপে ভালো করতে। আমরা দেশের মাটিতে খেলতে পারছি, এটা অ্যাডভান্টেজ। যদিও পাকিস্তান খুব ভালো দল। কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময়।’

এনসিএলের পারফরম্যান্স পাকিস্তান সিরিজের স্কোয়াড তৈরিতে রাখতে পারে বড় ভূমিকা। জাতীয় লিগকে সামনে রেখে এখন থেকেই তাই নির্বাচকরা ভাবছেন পাকিস্তান সিরিজ নিয়ে।

সোনালীনিউজ/এআর

Link copied!